ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫১ টি মামলা করেছে। সেই সঙ্গে এই অভিযানে আটক করা হয়েছে ৬৮টি মোটরসাইকেল।

গতকাল রোববার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে এ মামলা ও মোটরসাইকেলগুলো জব্দ করে।

ট্রাফিক বিভাগ সূত্রের বরাত দিয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪ টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ গতকাল রোববার (৫ আগস্ট) এই ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭