ইনসাইড বাংলাদেশ

নাশকতা মামলায় বেগম জিয়ার ৬ মাসের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি এসএম মজিবুর রহমান ও এ কে এম আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন।  

গত ১ আগস্ট আদালত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এদিন খালেদা জিয়ার জামিন আদেশের জন্য ৬ আগস্ট (আজ) দিন ধার্য করেন হাইকোর্ট। 

উল্লেখ্য, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারিতে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৮ যাত্রী মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এ ঘটনায় খালেদা জিয়া ও বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হত্যা ও নাশকতার মামলায় আসামি করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭