ইনসাইড পলিটিক্স

আরও ষড়যন্ত্র হবে, সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

সড়ক পরিবহন আইন ২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া এক বৈঠকে আইনটির খসড়া অনুমোদন করা হয়। বৈঠকে মূল আলোচনা শেষ হওয়ার পরে এক অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা হয়। সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রথম দুয়েকদিন স্বতঃস্ফূর্ত ছিল। তারপর এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়ে এবং একে সরকার বিরোধী একটি আন্দোলনের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এমন আরও ষড়যন্ত্র হবে। একটি মহল নির্বাচন বানচাল করার ও সরকারকে নির্বাচনের আগে একটি বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেন। মন্ত্রীদেরকে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং চোখ কান খোলা রাখারও পরামর্শ দেন।

এই আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল রোববার এবং এর আগের দিন আওয়ামী লীগ অফিসে যারা হামলা চালিয়েছিল তারা কেউই আন্দোলনরত শিক্ষার্থী নয়। তাঁদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালানো।

সিনিয়র মন্ত্রীদের মধ্যে তোফায়েল আহমেদ আন্দোলনকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হয়েছে সে বিষয়ে কথা বলেন। এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তাগিদ দেন এবং প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে একমত পোষণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিথ্যা গুজব, অপপ্রচার চালিয়ে জনগণকে উত্তেজিত করার একটি চেষ্টা চলছে এবং সেটি অব্যাহত থাকবে। এই প্রচেষ্টা এখনই শেষ হবে না। নির্বাচনের আগে এমন নানা রকম ষড়যন্ত্র হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭