কালার ইনসাইড

লালন ভক্ত রবীন্দ্রনাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রায় সবকটি শাখা স্পর্শ করা একমাত্র ব্যক্তিত্ব কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুর। কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক গুনে রবন্দ্রনাথ ছিলেন এক ‘আলোঝলমল রবি’।

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে উঠে আসে মানুষের মুক্তির দর্শন। তিনি মনে করতেন- শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, বরং মানুষের কল্যাণের জন্য যে সাধনা তা-ই ধর্ম।

রবীন্দ্রনাথের এই দর্শন চিন্তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় সাধক লালন সাঁইয়ের। যাঁর গানের বানীতে উঠে এসেছে মানুষে মানুষে সম্প্রীতির কথা, অসাম্প্রদায়িক চেতনা, সৃষ্টিতত্ত্ব।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন লালন ফকিরের অন্ধ অনুসারী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় রবীন্দ্রনাথ লালন সম্পর্কে বলেছিলেন, ‘শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ-আলোচনা হতো। আমার অনেক গানে আমি বহু সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সাথে আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে, বাউলের সুর ও বানী কোন এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে, তখন আমার নবীন বয়স- শিলাইদহ (কুস্টিয়া) অঞ্চলের এক বাউল একতারা হাতে বাজিয়ে গেয়েছিল -
‘কোথায় পাবো তাঁরে-আমার মনের মানুষ যেঁরে।

হারায়ে সেই মানুষে- তাঁর উদ্দেশে

দেশ বিদেশে বেড়াই ঘুরে’

গানটি গেয়েছিল-ফকির লালন শাহের ভাবশিষ্য গগন হরকরা। যাঁর আসল নাম বাউল গগনচন্দ্র দাস। রবীন্দ্রনাথ বলেন, ঐ বাউলের গানের কথা ও সুরের মাধুর্য আমাকে এতোই বিমোহিত করেছিলো যে, আমি সেই সুর ও ছন্দে বাংলাদেশকে মাতৃরূপ জ্ঞানে লিখেছি -
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাঁজায় বাঁশি’

রবীন্দ্রনাথের সঙ্গে লালন ফকিরের দেখা হয়েছিল কি না, এ নিয়ে নানা মতভেদ রয়েছে। তবে লালন গবেষক ড. আবুল আহসান চৌধুরী তাঁর এক বইতে লিখেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দেখা হয়েছে কি না এ নিয়ে লালনের প্রথম জীবনী লেখক বসন্তকুমার পাল রবীন্দ্রনাথকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন লালনের সঙ্গে তার দেখা হয়েছিল কি না। তখন রবীন্দ্রনাথ চিঠির উত্তরে বলেছিলেন, `তিনি ফকির সাহেবকে জানতেন। কিন্তু সেই স্মৃতি ধূসর।’

বিখ্যাত ‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থও লালন ফকিরের অনুপ্রেরণায় লিখেছেন রবীন্দ্রনাথ। অসামান্য এই সাহিত্য কর্ম ১৯১৩ সালে রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয়।


বাংলা ইনসাইডার/ এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭