ইনসাইড ইকোনমি

একদিন অবরোধে ব্যবসায়ীদের ক্ষতি ৩০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলন এবং পরিবহন ধর্মঘটের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। অবরোধ চলাকালে দিনে ব্যবসায়ীদের প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হয় বলে জানিয়েছে তারা। গতকাল রোববার দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সফিউল ইসলাম মহিউদ্দিন।

কোরবানির আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ক্ষতির সম্মুখীন হয়। এতে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানেও সমস্যার সৃষ্টি হয়। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে চলমান পরিস্থিতি দ্রুত সমাধানের পাশাপাশি রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা উচিৎ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘গত ২৯ জুলাই দুর্ঘটনায় দুজন কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়ে আসছি।’

সফিউল ইসলাম আরও বলেন, ‘এক সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন ও এর ফলে উদ্ভূত পরিবহন ধর্মঘটের কারণে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা তৈরি করছে। সরকার এরই মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া শুরু করেছে বলে আমরা জেনেছি। এখন যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’ 

পরিবহন ধর্মঘট বিষয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমরা ব্যবসায়ী সমাজ স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবহন ব্যাহত হয়, এমন ধর্মঘট বা আন্দোলনকে সমর্থন করিনি, আগামীতেও করব না।’

চলমান আন্দোলন দেশের বিনিয়োগ সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ কারণে জনগণের কল্যাণে ও জাতীয় উন্নয়নে ছাত্রছাত্রীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। পাশাপাশি পরিবহন খাতে ফিটনেসবিহীন গাড়ি ও শিশুশ্রম বন্ধ করা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

গতকালের সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিমসহ সংগঠনটির নেতা ও অন্যান্য ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭