ইনসাইড বাংলাদেশ

৩ দিনের আল্টিমেটাম দিলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করার সময়, সাংবাদিকদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তম আন্দোলন কর্মসূচি প্রদান করা হবে।  

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এসময় সাংবাদিক নেতারা বলেন, পুলিশের সামনেই সাংবাদিকদের উপর বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে তারা অভিযোগ করেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় গত দুইদিনে বেশ কয়েকজন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের কর্মী হামলার শিকার হন। 


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭