ইনসাইড বাংলাদেশ

প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হতে পারে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাষ্ট্র বাঁচাতে প্রয়োজন হলে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে। আজ সোমবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরিস্থিতির প্রয়োজনে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানান মোস্তাফা জব্বার।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘আজ যদি আমি দেখি- ফেসবুক আমার রাষ্ট্রকে বিপন্ন করে ফেলেছে, সেক্ষেত্রে আমার রাষ্ট্র বাঁচাবো নাকি ফেসবুক বাঁচাবো? আমাকে অবশ্যই রাষ্ট্র বাঁচাতে হবে ও সেজন্য যা করার তা আমাকে করতেই হবে।’

রাষ্ট্র কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতিতে প্রযুক্তির দিকে তাকিয়ে থাকলে চলবে না উল্লেখ করে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগের মানসিকতা রাখতে হবে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে গত শনিবার ফেসবুকে গুজব ছড়ানো হলে ওইদিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য থ্রিজি ও ফোরজি ইন্টারনেটের গতি কমিয়ে দেয় সরকার। ভবিষ্যতে অন্য কোনও ইস্যু বা জাতীয় নির্বাচনে ইন্টারনেটের গতি কমানো হবে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ সোমবার র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর গোলটেবিল বৈঠকে অংশ নেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। আর আগামী ৮ থেকে ১০ আগস্ট র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার ১৮তম পলিসি এবং রেগুলেটরি ফোরাম।

টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই দুটি সম্মেলন আইটিইউ ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার (এপিটি) উদ্যোগে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭