ওয়ার্ল্ড ইনসাইড

নেপালে ভূমিধসে শিশুসহ নিহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2018


Thumbnail

কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা থেকে নেপালে ভূমিধসে নিহত হয়েছে ৭ শিশুসহ ৮ জন। আজ সোমবার দেশটির আবহাওয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

রাজধানী কাঠমুন্ডু থেকে ৩০০ কিলোমিটার দূরে ভেরি নামক শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৭জন শিশু ও ১ নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে বলে জানায় পুলিশ। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নেপালের পাহাড়ি অঞ্চলগুলোতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। সেজন্য এ অঞ্চলগুলোতে বছরের এ সময়টাতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা থাকে।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭