ইনসাইড বাংলাদেশ

হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2018


Thumbnail

 

পেশাগত দায়িত্বপালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। রাজধানীর জিগাতলা ও সায়েন্স ল্যাব মোড়ে গত শনি ও রোববার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, সাংবাদিকদের ওপর বর্বর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।

গতকালের ন্যায় আজও রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে প্রায় ২০০ সাংবাদিক অংশ নেন।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমে আছে। তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনের পাশাপাশি ১০ মিনিট প্রতীকী কর্ম বিরতিও পালন করা হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আহত সাংবাদিকদের দাবি, পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর এসব বর্বর হামলা চালানো হয়। এ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ করেন তাঁরা।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭