ইনসাইড বাংলাদেশ

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2018


Thumbnail

ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর জাহাজটির ১২ নাবিক-শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো ২ জন নিখোঁজ হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে একটি জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, গম বোঝাইরত ‘এমভি পাটগাটি-২’নামের জাহাজটি রাত একটার দিকে কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। রওনা হওয়ার ঘণ্টা দেড়েক পর সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে আরেকটি জাহাজের সঙ্গে ‘এমভি পাটগাটি-২’ জাহাজেটির প্রচণ্ড ধাক্কা লাগে এতে জাহাজটি ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। সাগর উত্তাল থাকায় জাহাজটি দ্রুতই ডুবতে থাকে। এসময় ১৪ জন নাবিক-শ্রমিকের সবাই লাইফ বোট নিয়ে সাগরে ঝাঁপ দেন।

এ পর্যন্ত নাবিকসহ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ এখন দুর্ঘটনাস্থলের আশপাশে সন্ধান চালাচ্ছে। জাহাজটিতে ১ হাজার ১০০ টন গম ছিল।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭