ইনসাইড বাংলাদেশ

শহীদুল আলমকে হাসপাতালে পাঠানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2018


Thumbnail

আলোকচিত্রী শহিদুল আলমকে ডিবির হেফাজত থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

আজ মঙ্গলবার এ রিট আবেদন করেন শহিদুল আলমের আইনজীবী অ্যাডভোকেট তানিম হোসেন শাওন।

আদালতে শহিদুল আলমের পক্ষে আছেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার সারা হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রীর শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলায় ৭ দিনের রিমান্ড দেয় আদালত।

ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে গতকাল বিকেলে রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। বিকেলেই ঢাকার হাকিম আদালতে শহিদুল আলমকে উপস্থাপন করে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিছু ব্যক্তি ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭