কালার ইনসাইড

কেমন আছেন রোজিনা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2018


Thumbnail

জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। লন্ডন প্রবাসী হয়েছেন। পরিবারকে সময় দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েই তার সময় কাটে সেখানে।

‘ঢাকায় এসে মানুষের যে ভালোবাসা পাই, তা ভোলা সম্ভব নয়। ইচ্ছে করে দেশে থেকে যেতে, কিন্তু উপায় নেই। আমার স্বামী লন্ডনে একা। যেহেতু আমাদের ছেলেমেয়ে নেই, তার জন্য একা থাকাটা কষ্টকর। তাই যেতেই হয়।’ বললেন রোজিনা।

তিনি বলেন, ‘একসময় তো শুটিং করেই সময় কাটত। এত বছর পরও যখন মানুষ এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়, কথা বলে, মনে হয় আগের দিনে ফিরে গেছি। নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে নিজের বয়সটা ভুলে যাই।’

আশি ও নব্বইয়ের দশকের সঙ্গে এখনকার সময়ের পার্থক্য কী? ‘আমরা তখন কাজকে প্রার্থনা মনে করতাম। এফডিসিতে প্রতিদিন প্রার্থনা করতে যেতাম। কাজ না থাকলেও আড্ডা দিতে যেতাম। আমাদের সময় শুধু রেস্ট নেয়ার জন্য বাসায় আসতাম। এফডিসিতে অনেক বেশি সময় কাটাতাম। একটা ভালো কাজ শেষ করে যখন মানুষের কাছ থেকে উৎসাহ পেতাম, তখন মনে হতো প্রার্থনা কাজে লেগেছে। সৃষ্টিকর্তা খুশি হয়েছেন। আর আউটডোর শুটিংটা আমাদের কাছে ছিল পিকনিকের মতো। ধরেন আমরা ১৫ দিনের জন্য কোথাও শুটিং করতে গেছি। ১০ দিন পর কেউ চলে আসলে আমাদের মন খারাপ হয়ে যেত। সবার সঙ্গে সবাই অনেক বেশি আন্তরিক ছিল। টাকার প্রয়োজন আমাদেরও ছিল, কিন্তু শুধু টাকার জন্য আমরা কখনো কাজ করিনি। সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরার জন্যই আমরা ছবি করতাম। কোন একটা গল্প নিয়ে আমরা সবাই কথা বলতাম। আমরা বসে সিলেক্ট করতাম কারা অভিনয় করবে। কিভাবে কি হতে পারে।’



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭