ইনসাইড বাংলাদেশ

`আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2018


Thumbnail

আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ নিদের্শ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।

গত ৪ আগস্ট বিকেলে জিগাতলা ও ধানমণ্ডিতে দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কয়েকজন কর্মী আহত হন। আহতদের দ্রুত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭