ইনসাইড বাংলাদেশ

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2018


Thumbnail

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। টিকেট সংগ্রহের জন্য ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে একযোগে ট্রেনের টিকেট বিক্রির কথা রয়েছে।

আজ ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকেট। এভাবে ৯, ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকেট মিলবে ১৮, ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকেট। সকাল ৮টা থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে। ঈদ শেষে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

এবারের ঈদে প্রতিদিন তিনলাখ যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি টিকেট কালোবাজারি রোধেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭