ইনসাইড ইকোনমি

বিশ্বব্যাপী রমরমা এলএনজি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2018


Thumbnail

বিশ্বে জ্বালানি পণ্যগুলোর মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। এ অবস্থায় এলএনজির বৈশ্বিক চাহিদা ও উৎপাদনের ঘাটতি দূর করতে কাতার, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ শীর্ষ উত্তোলনকারী দেশগুলোতে বেশকিছু মেগা প্রজেক্টের কাজ চলছে। বিলিয়ন ডলারের এসব প্রজেক্টের কারণে এলএনজির বৈশ্বিক উৎপাদনও আগের তুলনায় বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে এলএনজি উৎপাদনকারী শীর্ষ দেশ কাতার বছরে গড়ে ৭ কোটি ৭০ লাখ টন এলএনজি উৎপাদনে সক্ষম। সৌদি আরবের নেতৃত্বে প্রতিবেশী দেশগুলোর অবরোধ ছাপিয়ে দেশটির এলএনজি খাতের উন্নতি লক্ষ করার মতো। দেশটি ২০২৩-২৪ সাল নাগাদ জ্বালানি পণ্যটির বার্ষিক গড় উৎপাদন সক্ষমতা বর্তমানের তুলনায় ২ কোটি ৩০ লাখ টন বাড়িয়ে ১০ কোটি টনে উন্নীত করতে রাষ্ট্রায়ত্ত কাতার পেট্রোলিয়ামের আওতায় নতুন করপোরেট স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে। এ বিষয়ে কাতার পেট্রোলিয়ামের সিইও সাদ সেরিদা আল কাব্বি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, এলএনজি উৎপাদন সক্ষমতা বছরে ১০০ কোটি টনে উন্নীত করা। এজন্য এক্সনমবিল, টোটাল, কনোকোফিলিপসের মতো বিশ্বের শীর্ষ জ্বালানি জায়ান্টরা একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে এলএনজির চাহিদা পূরণে আফ্রিকার দেশগুলোর অবদানও ক্রমাগত বাড়ছে। গত বছর মোজাম্বিকের এলএনজি খাতে ২৮০ কোটি ডলার বিনিয়োগ করেছে মার্কিন জ্বালানি জায়ান্ট এক্সনমবিল। দেশটিতে এক্সনমবিল, কোরিয়া গ্যাস করপোরেশন ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের যৌথ প্রকল্প থেকে ২০২৩-২৪ সাল নাগাদ বছরে ১ কোটি ৫০ লাখ টন এলএনজি উৎপাদনের আশা করা হচ্ছে। লন্ডনভিত্তিক ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) সেনেগাল ও মৌরিতানিয়াতে এলএনজি উৎপাদনে বিলিয়ন ডলারের মেগা প্রকল্প গ্রহণ করছে বলে গুঞ্জন চলছে।

বর্তমানে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোয় এলএনজির চাহিদা বাড়তে থাকায় সরবরাহকারী সব দেশই এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এছাড়া বিশ্বব্যাপী এ খাতে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট চলমান থাকায় ২০৩০ সাল নাগাদ জ্বালানি পণ্যটির বৈশ্বিক সরবরাহ বছরে ২০ কোটি টন বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭