ইনসাইড বাংলাদেশ

শহীদুল আলম হাসপাতাল থেকে আবার ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2018


Thumbnail

বিএসএমএমইউ এর মেডিকেল বোর্ড দৃক প্রতিষ্ঠাতা শহীদুল আলমের স্বাস্থ্য পরীক্ষা করেছে। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি রাখার মতো কিছু পাওয়া যায়নি। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ্-আল-হারুন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এরপর শহীদুল আলমকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছে পুলিশ।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য ফটোগ্রাফার শহীদুল আলমকে বিএসএমএমইউয়ে নেওয়া হয়। এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর শহীদুল আলমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭