ইনসাইড বাংলাদেশ

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৪০০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2018


Thumbnail

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ‘চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৪০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানি ৩৯ বিলিয়ন ডলার এবং সেবা খাতে ৫ বিলিয়ন ডলার। গত অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার।   

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরের রপ্তানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘গত অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে রপ্তানি হয়েছে ৪০ বিলিয়ন ৯৪৯ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ২০১৭-১৮ সালে প্রবৃদ্ধি ছিল রপ্তানি খাতে ৬ দশমিক ৩৬ ভাগ ও সেবা খাতে ৭ দশমিক ৪৩ ভাগ।

গত অর্থবছরের রপ্তানি বিষয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। একমাত্র চামড়া ছাড়া সব খাতে রপ্তানি ভালো হয়েছে। এবার প্রধান রপ্তানি পণ্য পোশাক খাত থেকে ৩২ হাজার ৬৮৯ কোটি ডলার আসবে বলে ধরা হয়েছে, যা মোট রপ্তানি লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ৮২ শতাংশ। আশা করি তৈরি পোশাকে এবার আরও ভাল করতে পারবো।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭