ইনসাইড বাংলাদেশ

‘আগামীকাল থেকে চুক্তিভিত্তিক কোনো গাড়ি চলবে না’  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2018


Thumbnail

চুক্তিভিত্তিক গাড়ি চালানো বন্ধের ঘোষণা দিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘আগামীকাল থেকে কোনো গাড়ি চুক্তিভিত্তিক চলবে না। চুক্তিভিত্তিক গাড়ি চললে প্রতিযোগিতা বেশি হয়, দুর্ঘটনা বেশি ঘটে। আমরা এটা করতে দেবো না। যে কোম্পানি এটা মানবে না তার লাইসেন্স বাতিল করার জন্য আমরা সুপারিশ করবো।

বুধবার বিকেলে বিআরটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ‘আমরা পরিবহন মালিক ও শ্রমিকরা সবাই প্রস্তাবিত আইনের পূর্ণ সমর্থন করি। ১৯৮৩ সালের আইন থেকে এই আইন অনেক বেশি সময়োপযোগী। তবে আমরা কিছু সংশোধনীর প্রস্তাব দেবো। সরকার এগুলো মানলেও সমর্থন থাকবে, না মানলেও সমর্থন থাকবে।’

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আগামীকাল থেকে আমরা প্রতিটি বাস টার্মিনালে চেক করবো কোন গাড়ি ফিটনেস সনদ, চালকের লাইসেন্স ছাড়া চলে কিনা। কাগজপত্রের ঘাটতি থাকলে তাকে চলতে দেওয়া হবে না। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালিকদের সময় দিচ্ছি তারা যেন এর মধ্যে সব কিছু ঠিক করে নেয়।’

চুক্তিভিত্তিক গাড়ি চালানো বন্ধে সড়কের পাশে টিকিট কাউন্টারের ব্যবস্থা করার জন্য তিনি সিটি করপোরেশনকে আহ্বান জানান।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭