ইনসাইড বাংলাদেশ

ক্ষমা চেয়েছেন ফটোগ্রাফার শহীদুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছেন স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফটোগ্রাফার শহীদুল  আলম। রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন বলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ডিবি কর্মকর্তা মশিউর রহমান গণমাধ্যমে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মিথ্যা তথ্য দিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন শহীদুল আলম। রিমান্ডে বিষয়টি স্বীকার করে তিনি ক্ষমা চেয়েছেন।’

গতকাল আদালতের নির্দেশ অনুযায়ী শহীদুল আলমকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গত রোববার রাতে ফটোগ্রাফার শহীদুল  আলমকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পরদিন সোমবার তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। 

এরপর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭