ইনসাইড ইকোনমি

জুলাইয়ে সর্বোচ্চ কয়লা আমদানি চীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

কয়লা ব্যবহারকারী ও আমদানিকারক দেশগুলোর তালিকায় বরাবরই শীর্ষে অবস্থান করছে চীন। তবে চলতি বছরের জুলাইয়ে দাবদাহের প্রভাবে দেশটিতে কয়লা আমদানির পরিমান আরও বেড়েছে। সদ্য সমাপ্ত জুলাইয়ে ২ কোটি ৯০ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছে চীন। যা ২০১৪ সালের জানুয়ারির পর দেশটিতে এক মাসে সর্বোচ্চ পরিমাণ কয়লা আমদানির রেকর্ড। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী বেইজিংসহ বেশকিছু অঞ্চলে তীব্র দাবদাহের কারণে চীনে বিদ্যুতের চাহিদা অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানি হিসেবে কয়লার ব্যবহারও বেড়েছে। চলতি বছরের জুনে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছিল। জুলাইয়ে তা বেড়ে ২ কোটি ৯০ লাখ ১০ হাজার টনে পৌঁছায়। সে হিসাবে, এক মাসের ব্যবধানে দেশটিতে অতিরিক্ত ৩৫ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৪৯ দশমিক ১ শতাংশ বেশি। 

বিশ্লেষকরা বলেছেন, চলমান দাবদাহের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোয় ব্যবহার বেড়ে যাওয়ায় চলতি বছরের জুলাইয়ে চীনে প্রত্যাশার তুলনায় অতিরিক্ত কয়লা আমদানি হয়েছে। তবে দেশের বাজারে তাপ কয়লার মুল্যবৃদ্ধিও এর একটি কারণ বলে মনে করছেন তাঁরা।

জুলাইয়ে বছরের সর্বোচ্চ পরিমাণে কয়লা আমদানি হলেও ২০১৮ সালের শেষের দিকে চীনে কয়লা আমদানিতে মন্দাভাব দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৭ সালে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে ২৭ কোটি ১০ লাখ টন কয়লা আমদানি করেছে। চলতি বছর শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি ২৫ কোটি টনে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭