ইনসাইড বাংলাদেশ

নাশকতার মামলায় খালেদার জামিন স্থগিতে আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থাগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ শেষে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে ছিলেন এজে মোহম্মদ আলী।

এর আগে গত ৬ আগস্ট এ মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এর পর দিন গত ৭ আগস্ট এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার একটি আদালত। এর পর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন।


বাংলা ইনসাইডার/বিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭