ওয়ার্ল্ড ইনসাইড

লোম্বকে উদ্ধার অভিযানের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

উদ্ধার অভিযানের মধ্যেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লোম্বক। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ৫ দশমিক ৯ মাত্রার ভুকম্পনটি অনুভূত হয়। এতে নতুন করে বেশ কিছু ভবন ধসে পড়েছে। সপ্তাহখানেকের মধ্যে পরপর কয়েকটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৪৭ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে সিএনএন।

স্থানীয় সময় গত রোববার রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর একটার পর একটা পরাঘাতে দ্বীপটি বারবার কেঁপে উঠছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)। বার বার কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে ভয় পাচ্ছে তারা।

পূর্ব বালি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বের লোম্বক দ্বীপটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি। সমুদ্র সৈকত ও হাইকিংয়ের জন্য দ্বীপটিতে সারাবছরই পর্যটকদের ভিড় থাকে। এ কারণে নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও রয়েছে বলে জানিয়েছে দেশটির দূর্যোগ মোকবেলা সংস্থার প্রধান অগুং প্রামুজা। দু’সপ্তাহ আগে দ্বীপটিতে ৬ দশমিক ৪ মাত্রার অপর এক ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭