ইনসাইড গ্রাউন্ড

হারের বৃত্ত কাটাল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

শেষ পর্যন্ত হারের বৃত্ত থেকে বার হল শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ অভারে দক্ষিন আফ্রিকার প্রয়োজন ছিল ৮ রান। দক্ষিন আফ্রিকার পক্ষে ক্রিজে ছিলেন ডেভিড মিলারের মতো বিপজ্জনক ব্যাটসম্যান। শ্রীলঙ্কার  সুরঙ্গা লাকমালকে দায়িত্ব দেওয়া হয় শেষ অভারের। ওভারের দ্বিতীয় বলেই বিপদজনক মিলারকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ ৪ বলে আফ্রিকার প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু লাকমলের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তিনি।

জন্ডিতে কাল ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে এসে সিরিজের প্রথম জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ১১ ম্যাচ হারের পর এটাই তাঁদের প্রথম জয়। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৩০৬ রান তোলে স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৪ বলে ৬৫ রান করেন দাশুন শানাকা। এ ছাড়াও ফিফটি তুলে নিয়েছেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।

বৃষ্টির কারণে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। আফ্রিকার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৯১ রান। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭