ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীদের দাবির মুখে অবরুদ্ধ নোবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

৯ দফার দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপাচার্য অফিসে প্রবেশ করার পরপরই শিক্ষার্থীরা সেখানে তালা ঝুলিয়ে দেয়। সেই সঙ্গে বিভিন্ন প্রশাসনিক দফতরেও তালা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো, আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান, আগের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোভার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সব ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

উপাচার্যকে অবরুদ্ধের ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি আবদুল্যাহ আল মামুন জানান, শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবিতে গত মঙ্গলবার (৭ আগস্ট) ও আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদক এস এম ধ্রুব শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭