ইনসাইড বাংলাদেশ

শ্রমিকদের বোনাস ১৬ আগস্টের মধ্যে প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের কোরবানির ঈদের বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে কারখানার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় এক বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। 

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্ট মাসের ১০ তারিখের মধ্যে, ঈদের বোনাস ১৬ আগস্টের মধ্যে এবং চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।’   

মুজিবুল হক চুন্নু বরাবরের মতোই এবারও কোরবানি ঈদে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেওয়ার নির্দেশ দেন।   

বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি, বিকেএমইএর সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা এবং শ্রমিকদের পক্ষে রায় রমেশ, সিরাজুল ইসলাম রনি এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭