কালার ইনসাইড

সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের কে নিশো?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়কের পাশে বাসের অপেক্ষায় ছিলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ সময় আবদুল্লাহপুর থেকে  মিরপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী আব্দুল করিম রাজীব ও দিয়া আক্তার মীমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

মৃত্যুর কিছুদিন আগে নিহত রাজীবের সঙ্গে দেখা হয়েছিল অভিনেতা আফরান নিশোর। শুটিংয়ের জন্য নিশো গিয়েছিলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের আশেপাশে। তখনই একঝাক শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। তার সঙ্গে কথা বলে ও সেলফি তোলে। নিশো বলেন,‘ তখন তো অনেক শিক্ষার্থী ছিল। ওর কথা ঠিক মনে নেই। তবে সবার সঙ্গে অনেকক্ষন আড্ডা হয়েছে। সবার কাছ থেকে তাদের জীবনের লক্ষ্য জানলাম। আমি কোথায় পড়াশুনা করেছি। স্কুলের মজার ঘটনা ওদের সঙ্গে শেয়ার করেছি। ওর সঙ্গে তোলা ছবিটা আমার কাছে ছিল না। রাজীবই হয়তো শেয়ার করেছিল। এখন তো ছবিটা ভাইরাল। খারাপ লাগে কেউ অসময়ে চলে গেলে। ভালো থাকুক ওরা ওপারে।’



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭