ইনসাইড গ্রাউন্ড

হেড বাতিল হচ্ছে ফুটবলে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

ফুটবলে হেড অতি সাধারণ একটি বিষয়। হেড অতি সাধারণ বিষয় হলেও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমনটাই দাবী করছে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক।

আঘাতের কারণে মস্তিষ্কের রোগ ক্রনিক ট্রমাটিক সেফালোপ্যাথির (সিটিই) আবিষ্কারক ড. বেনেট ওমালু এমনটাই দাবী করছেন। ফুটবলে হেড বাতিলের দাবীও জানিয়েছেন বিশ্বসেরা এই চিকিৎসক। তাঁর মতে বাতিল না হলেও কিছু নিয়মকানুন এনে দেওয়া প্রয়োজন। এছাড়া অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের জন্য হেড পুরোপুরি বাতিলের দাবী জানিয়েছেন তিনি।

তাঁর মতে ফুটবলারদের মস্তিষ্কের সমস্যার জন্য হেড দায়ী। অবসরের পর অনেক খেলোয়াড় মস্তিস্কজনিত রোগে ভুগেন। বিবিসি রেডিও ফাইভ- এর সঙ্গে এক আলাপচারিতায় ওমালু বলেন, ‘প্রচণ্ড গতিতে ছুটে আসা বল মাথা দিয়ে নিয়ন্ত্রন করা অর্থহীন। পেশাদার ফুটবলারদের জন্য হেড নিষিদ্ধ করা উচিত। এটা মারাত্মক বিপদজনক’।

আঠারো বছরের নিচের খেলোয়াড়দের হেড দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন তিনি। তিনি বলেন, ‘ আঠারো বছরের নিচে হেড দেওয়া ঠিক না। তাঁদের এমনভাবে ফুটবল খেলা উচিত যেটা শারীরিকভাবে কম সংঘাতপূর্ণ’।

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭