ইনসাইড গ্রাউন্ড

নাগরিকত্ব পেল থাই গুহার ফুটবলার ও কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

থাইল্যান্ডে বসবাস করেও এতদিন নাগরিক ছিলেন না ক্ষুদে ফুটবলাররা। থাইল্যান্ডের গুহা থেকে নাটকীয়ভাবে উদ্ধার হওয়া ফুটবল দলের কোচ ও তিন ক্ষুদে ফুটবলারকে এবার নাগরিকত্ব দিল থাইল্যান্ড সরকার।

প্রায় পাঁচ লাখ মানুষ নাগরিকত্ববিহীন বসবাস করেন থাইল্যান্ডে। এতদিন এই তালিকায় ছিলেন কোচ একাপল চানতোয়াং ও তিন ফুটবলারও। গুহা থেকে উদ্ধারের পরপরই এদের ভাগ্য পরিবর্তন হতে থাকে। তারই ফলস্বরূপ থাইল্যান্ড সরকার তাঁদের নাগরিকত্ব দিয়ে স্বাধীনভাবে বাস করার সুযোগ করে দিল। নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে থাইল্যান্ড সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা এখন ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৩ জুন থাম লুয়াং গুহায় ঢুকে নিখোঁজ হয় একদল কিশোর ফুটবলার ও তাদের কোচ। প্রায় ১০ দিন পর ২ জুলাই গুহার ৪ কিলোমিটার ভেতর থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধারে বিভিন্ন দেশের ডুবুরিরা অংশগ্রহণ করে।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭