ইনসাইড বাংলাদেশ

ডিজিটাল জালিয়াতির বড় চক্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

সরকারি বিভিন্ন চাকরিসহ বিশ্ববিদ্যালয় ভর্তির ডিজিটাল জালিয়াতির বড় একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় চক্রের চার জনের প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পেয়েছে সিআইডি।

আজ বৃহস্পতিবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সংঘবদ্ধ অপরাধ দমন শাখার বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইব্রাহিম (২৮), আইয়ুব আলী ওরফে বাঁধন, মো. মোস্তফা কামাল (২৮), মনোয়ার হোসেন(৪২), নরুল ইসলাম (৪৭), হাসমত আলী সিকদার, হোসনে আরা বেগম, গোলাম মোহাম্মদ বাবুল, অলিপ কুমার বিশ্বাস।

ওই সংবাদ নজরুল ইসলাম জানান, এদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ‘মাস্টার মাইন্ড’ হলো অলিপ। জালিয়াতির মাধ্যমে কয়েক বছরে সে তিন কোটি টাকার বেশি আয় করেছে। এছাড়া ইব্রাহিম, মোস্তফা ও বাঁধন বিসিএসসহ অন্যান্য সকল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মূল হোতা। আর এই চার জনের প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পেয়েছে সিআইডি।

নজরুল ইসলাম বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই নয় মেডিকেল, ব্যাংকসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন বোর্ড পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। সিআইডি শুরু থেকেই এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় জালিয়াতি চক্রকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অলিপসহ চার জন ডিজিটাল ডিভাইসের মাধ্যম জালিয়াতির বিষয়টি স্বীকার করেছে।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭