ইনসাইড বাংলাদেশ

ন্যাম ভবনে থাকেন না এমন এমপিদের ফ্ল্যাট ছেড়ে দিতে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

বরাদ্দ পেয়েও যেসব এমপিরা সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) থাকেন না তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার তাগিদ দিয়েছে সংসদ কমিটি। আগামী একাদশ সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তাদের বসবাসের জন্য ফ্ল্যাট প্রস্তুত করতেই এই তাগিদ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের আবাসন ও অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদীয় কমিটির সভাপতি প্রধান হুইপ ফিরোজ জানান, চলতি সংসদের মেয়াদ আর বেশি দিন নেই। পরে যারা নির্বাচিত হবেন তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন সেজন্য যেসব এমপি ফ্ল্যাটে থাকেন না তাদের ফ্ল্যাটগুলোর সংস্কার কাজের লক্ষ্যে ছেড়ে দিতে বলা হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে সংসদ কমিটি একজন মন্ত্রীসহ ৩০ জন এমপিকে সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট ছাড়তে চিঠি দেয়। তবে মাত্র চারজন এ সিধান্তে সাড়া দেন।

আ স ম ফিরোজের সভাপতিত্ব বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-আলম চৌধুরী, মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, তালুকদার মো. ইউনুস ও নাজমুল হক প্রধান।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭