ইনসাইড বাংলাদেশ

গরুর চামড়ার দাম বর্গফুটে সর্বোচ্চ ৫৫ টাকা, ছাগলের ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2018


Thumbnail

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, বর্গফুট প্রতি গরুর চামড়া সর্বোচ্চ ৫৫ টাকা ও ছাগলের চামড়া সর্বোচ্চ ২০ টাকা বিক্রি করা যাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিতে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। এছাড়া সারা দেশে প্রতি বর্গফুট ছাগলের চামড়া ১৮-২০ টাকা দামে বিক্রি করা যাবে, যা গত বছর ছিল ২০-২২ টাকা। আর বকরির চামড়ার দাম হবে ১৩-১৫ টাকা, যা গত বছর ছিল ১৫-১৭ টাকা। তবে এ ঘোষণায় মহিষের চামড়ার দামের বিষয়ে কিছুই বলা হয়নি।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭