ইনসাইড বাংলাদেশ

ছুটির দিনে কমলাপুরে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

কমলাপুরে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। আজ থেকে পাওয়া যাচ্ছে ১৯ আগস্টের টিকিট। নারীদের জন্য সংরক্ষিত দু’টি কাউন্টারসহ ২৬ টি কাউন্টারের মধ্যে সবচেয়ে বেশি ভিড় জমেছে উত্তরবঙ্গের টিকিট কাউন্টার গুলোর সামনে।

সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ভিড়ের চাপ রয়েছে কমলাপুরে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু করা হলেও গত রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে টিকিট প্রত্যাশীরা। কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ সারি স্টেশনের বাইরে গিয়ে ঠেকেছে।

এদিকে সার্ভারের ত্রুটির কারণে এক ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের আগাম টিকিট বিক্রি চালু হয়েছে। তবে এসি টিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যাত্রীরা। টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই এসি টিকেট নেই বলে জানিয়ে দেয়া হয় কাউন্টার থেকে।

তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, এসি টিকিটের আসন সংখ্যা সীমিত হওয়ায় সবার চাহিদা অনুযায়ী টিকিট দেয়া সম্ভব হচ্ছে না।

প্রতিবারের মতো এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ পাওয়া যাচ্ছে কাউন্টার থেকে। ২৫ শতাংশ দেয়া হয়েছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য ও ৫ শতাংশ টিকিট রেল কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭