ইনসাইড বাংলাদেশ

‘গুজব ছড়ানো’ ৭০০ ফেসবুক আইডি শনাক্ত করেছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর চেষ্টা চালানোর অভিযোগে ৭০০ ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদেরকে হত্যা ও ধর্ষণের গুজব ছড়ানোর অভিযোগে এসব আইডি শনাক্ত করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে এসব আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘সন্ত্রাস বিরোধী’ সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ইতোমধ্যে ৭০০টি ফেসবুক আইডি শনাক্ত করেছি এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়কে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।’

এসময় গোলাম রাব্বানী আরও বলেন, ‘জামাত-শিবির এসব আন্দোলনে অংশ নিতে পারে এ জন্য ছাত্রলীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা ছিল, তারা প্রত্যেক পয়েন্টে থাকবে, তবে কোন ধরনের সংঘর্ষে জড়াবে না। উপস্থিত থাকার কারণেই আন্দোলনের শেষের দিকে আমাদের ৭১ জন সহযোদ্ধা আহত হয়। কিন্তু আক্রান্ত হওয়ার পরও কোন সংঘর্ষে তারা যুক্ত হয় নি।’

সেইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যদি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশের কোন জায়গায় ভুয়া জন্মদিন পালন করে, তবে ছাত্রলীগ তা প্রতিহত করবে বলেও জানান তিনি।

এ সময় সমাবেশে ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাও বক্তব্য রাখেন।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭