ইনসাইড ইকোনমি

বাজারে সবজির উত্তাপ, চাল উচ্চমূল্যে স্থির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

রাজধানীর কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সবজির দাম বাড়লেও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। এছাড়া চাল, ডাল ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও টানা বৃষ্টির কারণেই সবজির দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ঝিঙা, ধুন্দল, চিচিংগা, কাকরল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, করলাসহ প্রায় সব সবজি কেজি প্রতি ৩০ টাকার মধ্যে বিক্রি হলেও এখন ৪০ টাকার নীচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তবে বেগুন ও পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে। এ দুটি সবজি ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের মতো এখনো সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। প্রায় সব বাজারেই পাকা টমেটো কেজি প্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এ সবজিটির দাম এমনই ছিল। তবে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটি এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচ চড়া দামে বিক্রি হলেও বর্তমানে এর দাম কিছুটা কমে ১০০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি মোটা চাল ৪০-৪৫ টাকা, পাইজাম ৫০-৫২ টাকা, নজির ৬০-৬২ টাকা ও মিনিকেট ৬৫-৬৮ টাকা বিক্রি হচ্ছে। ডিম প্রতি ডজন ১০৫-১১৫ টাকায় পাওয়া হচ্ছে। এছাড়া প্রতি কেজি মসূর ডাল বিক্রি হচ্ছে ৫৫-১১০ টাকা, মুগ ৯০-১৫০ টাকায় ও ছোলা ৬০-৭৫ টাকায়।

এছাড়া গত সপ্তাহের মতোই বয়লার মুরগি ১৪০-১৫০ টাকা এবং লাল লেয়ার মুরগি ২৫০-২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকায়। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৪৭০-৫০০ টাকায় ও খাসির মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানী বাজারগুলোতে মাছের দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি চাষের পাঙ্গাস ১৪০-১৭০ টাকা, কৈ ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০ টাকা, ট্যাংরা ৪০০-৬০০ টাকা, শিং ৫০০-৬০০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, চিংড়ি ৫০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রকম ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-১৪০০ টাকায়।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭