ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে ৩৫ কোটি ৭৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

বেনাপোলের শিকারপুর সীমান্তে ভারতে পাচারকালে ৭২ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৬২৪টি স্বর্ণের বার এবং মহিউদ্দিন নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নারিকেলবাড়িয়া নামক জায়গা থেকে এই স্বর্ণ ও পাচারকারী আটক করেন।

স্বর্ণ পাচারকারী ৩৫ বছর বয়সী মহিউদ্দিন যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় অন্যান্য পাচারকারী পালিয়ে গেলেও মহিউদ্দিন নামের এক স্বর্ণ পাচারকারীকে প্রায় ৭৩ কেজি স্বর্ণের বারসহ আটক করা হয়। 

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭