ইনসাইড বাংলাদেশ

ঝালকাঠি-বরিশালসহ ৮ রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

নয় দিনের বন্ধের পর ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার  বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন ঝালকাঠিতে এসেছিলেন। তারা ঝালকাঠি সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করেছেন। বৈঠকে শুক্রবার থেকে পুনরায় ঝালকাঠিসহ পশ্চিমাঞ্চলীয় সব রুটে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্তে ফিরেছে ঝালকাঠি সমিতির নেতারা।

উল্লেখ্য, ন্যায্য হিস্যার দাবিতে তৃতীয়বারের আন্দোলনে গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে না দেওয়ায় বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গত ১ আগস্ট সকালে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭