ওয়ার্ল্ড ইনসাইড

ক্ষমা চাইবেন ইমরান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগেই ক্ষমা চাইতে হবে পিটিআই নেতা ইমরান খানকে। আগামি ১১ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ইমরানের। সে লক্ষ্যেই এখন চলছে জোর প্রস্ততি।

জানা যায়, পাক নির্বাচনে বিধি ভঙ্গের অপরাধে তাঁকে এই নির্দেশ দিয়েছে। গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলের বিরুদ্ধে আপত্তিজনক কথা বলা ও নির্বাচনের রীতি লঙ্ঘনে অভিযোগ উঠেছে ইমরান খানের ওপর। সেজন্য ক্ষমা চাইতে হবে তাঁকে, তাও শপথ গ্রহণের আগে অর্থাৎ শুক্রবারের মধ্যে।

এর কিছুদিন আগেই ইমরানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছে। এমনিতেই ইমরানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে পানি কম ঘোলা হয়নি। এর মধ্যে আসল আবার নতুন বাঁধা। ক্ষমা চাইতে হবে ইমরানকে।

পাক নির্বাচন কমিশনে আজ শুক্রবারের মধ্যে ইমরানের হস্তাক্ষরসহ এ বিষয়ক একটি চিঠি জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে। যদিও তাঁর পক্ষের আইনজীবীরা জোর দাবী করছে, ইমরান ইচ্ছাকৃতভাবে বিধি ভঙ্গ করেননি।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭