ওয়ার্ল্ড ইনসাইড

জ্বালানি খরচ কমাবে এবার হাওয়াই গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

জ্বালানি খরচ কমাতে এবার এলো হাওয়াই গাড়ি। বাতাসকে জ্বালানী হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই যুগান্তকারী যান। মিশরের একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মিলে তৈরি করেছে পরিবেশ বান্ধব এই বিশেষ গাড়ি। তাদের শিক্ষার এক প্রকল্পের অংশ হিসেবেই তৈরে করা হয়েছে এই বিশেষ যানটি।

কমপ্রেসড এয়ার ব্যবহারের মাধ্যমে এ বিশেষ যানগুলো চলবে প্রায় ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই বিশেষ যানটি তৈরিতে খুব একটা বেশি খরচও করতে হয়নি বলে জানান মেহমুদ ইয়াসের নামের এক আবিষ্কারক। গাড়িটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১ হাজার ১০ মার্কিন ডলার।

শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে তাদের এই নতুন আবিষ্কার পৌছে দিতে এই শিক্ষার্থীরা আরো দ্রুতগামী হাওয়াই বাহন আবিষ্কারের প্রচেষ্টা চালাচ্ছে। তাঁরা আশা করছে, পরবর্তী যানগুলো চলবে ৫০ থেকে।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭