কালার ইনসাইড

নওশাবার খোঁজ কেউ রাখে না?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  এখন পুলিশের হেফাজতে আছেন। চার দিনে রিমান্ড শেষে আদালত আজ ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

তাঁর খোঁজখবর কী কেউ রাখছেন? অনেক সহকর্মীই তার ব্যাপারে মুখ খুলতে রাজি নন। এ নিয়ে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন,‘ যোগাযোগ করার চেষ্টা তো করি। বিষয়টি একটু সেনসিটিভ ইস্যু। তার বিষয়টি সাইবার ক্রাইমের মধ্যে পড়েছে। তথ্য ভালো করে না জেনে লাইভে এসে সে বোকামি করেছে। এর পেছনে কোন কারণ আছে কিনা সেটা পুলিশ খাতিয়ে দেখবে। রাষ্ট্রের এমন ব্যাপারে আসলে আমাদের খুব বেশি কিছু বলার নেই।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস সে ইশোশনালী কাজটি করেছে। এর পেছনে ভয়াবহ কোন কারণ নেই। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী তো অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে যায়নি। আমরা এখানে কিছু করতে পারবো না।’

খোঁজ নিয়ে জানা যায়, নওশাবার পরিবারের সদস্যরাই আইনী লড়াই লড়ছেন। সহকর্মীরা অনেকে বিরক্তও নওশাবার এমন কান্ডে।

নওশাবার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছে র‍্যাব। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশ নওশাবাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। চারদিনের রিমান্ড শেষে আজ ফের দুই দিনের ফের রিমান্ড দিয়েছে।




বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭