ইনসাইড বাংলাদেশ

নেপাল-বাংলাদেশ জলবিদ্যুৎ চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

জলবিদ্যুৎ আমদানিতে নেপালের সাথে বাংলাদেশের বিশেষ সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানি মন্ত্রী বর্ষা মান পুন অনন্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট খাতে দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা।

নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে উভয়ে দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ করবে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন খাতে বিনিয়োগ ও বিদ্যুৎ বাণিজ্যের সম্ভাবনা নিয়েও কথা হয় দুই দেশের মধ্যে।

বাংলাদেশ ইতোমধ্যেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে। বাংলাদেশ সরকারের মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। সে লক্ষ্যেই নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭