প্রেস ইনসাইড

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/03/2017


Thumbnail

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ১১ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার কাজী মোহসিন আল-আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সভায় নির্বাচন কমিশনার ড. উৎপল কুমার সরকার, অশোক কুমার সিংহ ও সরদার ফরিদ আহমদ উপস্থিত ছিলেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

তফসিল অনুযায়ী মনোনয়পত্র সংগ্রহ ১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও ২ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত; মনোয়নপত্র জমাদান ২ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২ এপ্রিল; ৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

ভোট গ্রহণ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মনোয়নপত্র সংগ্রহ, জমা ও প্রত্যাহার কার্যক্রম চলবে ডিএসইসি কার্যালয়ে।

১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এজিএম অনুষ্ঠিত হবে।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭