ইনসাইড বাংলাদেশ

১৬ আগস্ট থেকে বিআরটিসির ঈদের বিশেষ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু হচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে বিআরটিসির এই সেবা চালু হবে। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) সচিব নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর-ই-আলম বলেন, ‘শুক্রবার থেকে আমরা টিকিট বিক্রি শুরু করেছি। প্রতিটি ডিপোতে টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের চাহিদা ও আমাদের সামর্থ অনুযায়ী টিকিট দেওয়া হবে।’

বিআরটিসির মতিঝিল, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফলবাড়িয়াস্থ সিবিএস-২ হতে বাসগুলো ছাড়া হবে। এই ডিপোগুলো থেকে অগ্রিম টিকিটও পাবেন যাত্রীরা।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭