ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে একমত বাংলাদেশ-মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2018


Thumbnail

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার একমত পোষণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে স্বেচ্ছায় ও নিরাপদে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। এর পাশাপাশি দেশ দুটি সন্ত্রাস ও মাদক নিমূলে একসঙ্গে কাজ করবে বলে জানা গেছে।

আজ শুক্রবার নোপিদোতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের কাছে ১ হাজার ৬৭৩ পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ। কিন্তু তালিকা পাঠানো লোকজনের সই ও আঙুলের ছাপ নিয়ে প্রশ্ন তোলায় এরপর মিয়ানমারের কাছে আর কোনো তালিকা দেয়নি বাংলাদেশ। এরপর গতকাল বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মিয়ানমারে পৌঁছায়।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭