ইনসাইড বাংলাদেশ

সিলেটে স্থগিত দুই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

সিলেট সিটি নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। স্থগিত কেদ্র দুটি হলো গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই দুই কেন্দ্রের জন্য বরিশালে মেয়র পদে ফল ঘোষণা আটকে আছে।

এছাড়া প্রাপ্ত ভোট সমান হওয়ায় সংরক্ষিত কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রেও নতুন করে ভোট নেয়া হবে আজ। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, আনসারসহ দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১৩২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন বিএনপির আরিফুল হক চৌধুরী।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭