ইনসাইড বাংলাদেশ

কাজে আসেনি ১৭৪ কোটি টাকা ও অন্যান্য সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

১৭৪ কোটি টাকা ব্যয় করার পরেও কর্ণফুলি পেপার মিলের (কেপিএম) আধুনিকায়ন কোন কাজে আসেনি। বরং উত্পাদন আগের চেয়ে ৭২ ভাগ পর্যন্ত কমে গেছে। লোকসানে জর্জরিত দেশের প্রথম পোপার মিলটির দায়দেনা সাড়ে ৭শ কোটি টাকায় ঠেকেছে। ৩০ হাজার মেট্রিক টন উত্পাদন ক্ষমতার এই পেপার মিলটি এখন গড়ে ৫ থেকে ৭ হাজার মেট্রিক টন কাগজ উত্পাদন করছে। মিলটি লাভজনক করতে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। (ইত্তেফাক)

অন্যান্য সংবাদ

বিএনপির টার্গেট অক্টোবর

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন- এ দুই ইস্যুতে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্ত করছে বিএনপি। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই এ রোডম্যাপ চূড়ান্ত হচ্ছে। এর অংশ হিসেবে বিএনপির টার্গেট অক্টোবর। দাবি আদায়ে এ মাসেই কঠোর কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পহেলা সেপ্টেম্বর থেকে রাজপথে নামবে দলটি। ওই দিনই বৃহত্তর জোট গঠনের প্রাথমিক রূপরেখার ঘোষণা হতে পারে। আন্দোলনে যারা মাঠে থাকবে না তাদের মনোনয়ন দেয়া হবে না- হাইকমান্ডের এমন কঠোর মনোভাব নেতাদের জানিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া আগামী এক মাস সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার কাজ চলবে। সারা দেশের ইউনিয়ন পর্যন্ত গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি। ঢাকা মহানগরকে আলাদা গুরুত্ব দেয়া হচ্ছে। বিএনপির নীতিনির্ধারক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এদিনের কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা মাঠে নামবেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় সমাবেশের কর্মসূচি আসতে পারে। ওই সমাবেশে ঐক্য প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন- এমন ইঙ্গিত দিয়েছেন এক নীতিনির্ধারক। (যুগান্তর)

ঢাকার ২০ আসন নিয়ে চাপে বড় দুই দল

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা জেলার ২০টি আসনেই জোট-মহাজোটে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। এসব আসনে দুই শতাধিক প্রার্থী জোট-মহাজোটের মনোনয়ন চাইবেন। এ বিপুল সংখ্যক মনোনয়নপ্রত্যাশী থাকায় চাপে পড়েছে রাজনীতির মাঠের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। বেশ কিছু আসনে প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে দল দুটিকে। (সমকাল)

বেশির ভাগ মেশিন বন্ধ : নির্বাচনের আগে স্মার্ট কার্ড পাবেন না অধিকাংশ ভোটার

নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব তত্ত্বাবধানে অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড তৈরির পরিকল্পনায় জটিলতা দেখা দিয়েছে। মেশিন অকেজো হয়ে পড়ায় এবং দক্ষ লোকবলের অভাবে স্মার্টকার্ড তৈরি প্রায় বন্ধের মুখে। সে কারণে চলতি বছরের মধ্যে দেশের প্রায় সাড়ে ১০ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছেন ইসির এনআইডি অণুবিভাগের কর্মকর্তারা। (ভোরের কাগজ)

ট্রেনে বাড়তি কোচ, যানজট কমানোর লক্ষ্য মহাসড়কে

ঈদ সামনে রেখে প্রস্তুতি চলছে বাড়ি ফেরার। ট্রেন স্টেশন ও বাস কাউন্টারগুলোয় এখন অগ্রিম টিকিটপ্রত্যাশীদের ভিড়। তবে যাত্রা শুরু হবে আরো পরে। সাধারণ মানুষের এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি চলছে বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিশেষ ট্রেনের পাশাপাশি ১৫০টি বাড়তি কোচ সংযোজনের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। অন্যদিকে সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট হ্রাসে গুরুত্ব দিচ্ছে মহাসড়ক বিভাগ। নিরাপত্তায় বাড়তি উদ্যোগ নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ও। (বণিক বার্তা)


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭