ইনসাইড বাংলাদেশ

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

চট্টগ্রাম ও মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে।

চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির ওরফে মামুন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ ভোরের দিকে আনোয়ারা উপজেলার দুধকুমার এলাকার পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নাসিরের লাশ পুলিশ। এছাড়া কয়েকটি দেশি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি নাসির সন্ত্রাসী এবং মাস ছ’য়েক আগে তাঁকে গ্রেপ্তার করা হলে সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

মাগুরার মোহাম্মদপুর উপজেলার রামপুর এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে ১ জন। নিহত বাশার বিশ্বাস ডাকাত দলের সদস্য ছিল বলে দাবি করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩ রাউন্ড বন্দুকের গুলির খোসা ও ৪টি রামদা উদ্ধার করে।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭