ইনসাইড বাংলাদেশ

২০২০ এর মধ্যে উত্তরা-মগবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০২০ সালের মধ্যে  উত্তরা-মগবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে।’

আজ শনিবার সকাল ১১ টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় উত্তরা-মগবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

মুলত, তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সম্পন্ন হবে। প্রথম ধাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। আর এ প্রকল্পের কাজ শেষ হলে উত্তর-দক্ষিণে ঢাকা শহরের যানজট অন্তত ৩০ শতাংশ কমে যাবে। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার এবং ব্যয় হবে ১২২ বিলিয়ন মার্কিন ডলার।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭