টেক ইনসাইড

বাংলার ম্যাপ ‘ডিঙ্গি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

গ্রাহকদের স্মার্ট সুবিধা দিতে বাজারে এলো লোকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘ডিঙ্গি’। বাংলাদেশি প্রতিষ্ঠান ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড তৈরি করেছে মোবাইল ভিত্তিক এই অ্যাপ।

‘পথেও স্মার্ট থাকুন’ স্লোগানে চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে এই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই ব্যবহারকারির সংখ্যা ছাড়িয়েছে ৮১ হাজার। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য প্রতিনিয়তই অ্যাপটি হালনাগাদ হচ্ছে।

গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনা সভায় এই অ্যাপের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সহ প্রতিষ্ঠাতা সজল হাজরা। তিনি জানান, বাংলাদেশের প্রথম ফ্রি কনজিউমার ম্যাপ অ্যাপ্লিকেশন এটি।

তবে এটি শুধু ম্যাপভিত্তিক অ্যাপই নয়। ঢাকার বিভিন্ন জায়গার বাস সার্ভিস, রেস্টুরেন্ট, সিএনজি ফিলিং স্টেশন, শপিং মল, এটিএম বুথের তথ্য ও পাওয়া যাবে এই অ্যাপ থেকে। এছাড়া জরুরি সেবার জন্য অ্যাপটিতে রয়েছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও পুলিশের তথ্য। বিভিন্ন ধরনের হোম ডেলিভারি সার্ভিসের কাজেও এই অ্যাপটি সাহায্য করবে।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭