ইনসাইড বাংলাদেশ

ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার না করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া  বলেছেন, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা জানান। এ সংবাদ সম্মেলনে দেশজুড়ে চলমান বিশেষ ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন ডিএমপি কমিশনার। এর ফলে আগামী ১৪ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে গত রোববার (৫ আগস্ট) থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু হয়। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ৬ দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারাদেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। জরিমানা করা হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। এছাড়া গত ৬ দিনে ৪০ হাজার ৬৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৩ হাজার ৫৪৪টি যানবাহন আটক করা হয়েছে।


বাংলা ইনসাইডার/বিকে/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭