ইনসাইড বাংলাদেশ

রমিজউদ্দিন স্কুলের সড়কে আন্ডারপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

শহীদ রমিজউদ্দিন স্কুল সংলগ্ন সড়কে আন্ডারপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল রোববার সকাল ১০টায় এই কাজের উদ্বোধন করতে যাচ্ছেন।

গত ২৯ আগস্ট বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলে। শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ওই কলেজের শিক্ষার্থীদের জন্য ৫টি বিশেষ বাস দিয়েছেন তিনি। কলেজের কাছে আন্ডারপাস নির্মাণেরও প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির পর ১০ দিন না পেরোতেই এই আন্ডারপাসের উদ্বোধন করতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে নিহত দুইজনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে জাবালে নূর পরিবহনের একাধিক বাসের রুট পারমিট বাতিল করা হয়েছে।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭